প্রস্তুতি মুক্তিযুদ্ধ


১।শেখমুজিবুর রহমান ৩৫ দফা ভিত্তিক দাবিনামা পেশ
করেন কবে?
= ১৪ মার্চ , ১৯৭১।
২।শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয়দফা
ঘোষণা করেন কবে ?
=২৩ মার্চ ১৯৬৬
৩।বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা
হয় কবে ?
= ৩ মার্চ ,১৯৭১।
৪। "বাংলার মুক্তি সনদ’ হিসেবে কোনটি পরিচিত?
=৭ই মার্চের ভাষণ( নোট: আমাদের বাঁচার দাবি >
৬দফা)
৫।স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত "
বজ্রকণ্ঠ" কোনটি?
= ৭ মার্চের ভাষণ
৬।মুক্তিবাহিনী গঠিত হয় কবে?
=১৯৭১ সালের ১১ জুলাই
৭।মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
= ‘জয় বাংলা
৮।শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে
যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা
ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে
প্রধান কৌশল ছিল কোনটি?
=গেরিলা আক্রমণ ও সন্মুখ যুদ্ধ
৯। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে
সক্রিয় ভূমিকা পালন করে কে ?
=বিচারপতি আবু সাঈদ চৌধুরী
১০।মুক্তিযুদ্ধভিত্তিক যাদুঘর 'গৌরবাঙ্গন', "শ্বাশ্বত
বাংলা"এবং "ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
= যথাক্রম যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
১১।এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
= ৩রা মার্চ, ১৯৭১।
১২।১৫ আগস্ট ,১৯৭১ এ মুক্তিযোদ্ধাদের পরিচালিত
"অপারেশন জ্যাকপটে" মোট কতটি পাকিস্তানী
জাহাজ ধ্বংস হয় ?
=৬০ টি
১৩।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক
অভিযানের সাংকেতিক নাম?
= অপারেশন সার্চ লাইট
১৪।অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে
ছিল?
= রাও ফরমান আলী ও টিক্কা খান ( ১৭ মার্চ , ১৯৭১)
১৫।মুজিবনগর সরকারের সদর দপ্তর ছিল
= ৮নং থিয়টার রোড, কলকাতা
১৬।মুজিবনগর সরকারের মন্ত্রাণালয় কতটি ছিল ?
= ১২টি
১৭।মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কী?
= যশোর
১৮।মুক্তিযুদ্ধের সময় গণহত্যা বর্হিবিশ্বে
প্রচারকারী মার্ক টলী কোন সংবাদমাধ্যমের
সাংবাদিক ছিলেন ?
= বিবিসি ( নোট : সাইমন ড্রিং , ব্রিটিশ সাংবাদিক, দি
টেলিগ্রাফের )
১৯।মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি নারী
মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করে কোন জেলার
= দিনাজপুরের, ২১/২৩ জন।
২০ । বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনার
কে সফলভাবে নেতৃত্ব দেন ?
= তাজউদ্দীন আহমেদ
/
শেয়ার করে নিজের কাছে রাখুন ।

Comments

Popular posts from this blog

নবম ও দশম শ্রেণি বীজ গণিত

বর্গের অন্তর

###২৪৫ টি বাগধারা, ###