কবি লেখকেরর জন্ম স্থান ও উৎসর্গ

:::::::::→:::::::::→:::::::::::
তাম্বুলখানা গ্রাম-জসিমউদ্দীন
চুরুলিয়া-কাজী নজরুল ইসলাম
লাহিনীপাড়া-মীর মশাররফ হোসেন
বীরসিংহ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সাগরদাড়ি-মাইকেল মধুসূদন দত্ত
কাঁঠালপাড়া-বঙ্কিম
দেবানন্দপুর-শরত্চন্দ্র
পায়রাবন্দ-বেগম রোকেয়া
পেয়ারা-ড. মুহাম্মদ শহীদুল্লাহ
মাঝআইল-ফররুখ আহমদ
পাড়াতলি-শামসুর রাহমান
দৌলতপুর-হুমায়ুন আহমেদ
দুমকা-মানিক বন্দোপাধ্যায়
মজপুর-জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সার।
::::::::::::::::::::::::
# টেকনিকে পড়ুন ১৯৭১ সালকে এখান
থেকে
২-৩টি প্রশ্ন চাকুরীর পরীক্ষায় বারবার
আসে
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা
হয়.?
২_মার্চ_১৯৭১
বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়.?
৩_মার্চ_১৯৭১ সালে
স্বাধীন বাংলাদেশর বেতার কেন্দ্র
স্থাপিত করা
হয়.?
২৬_মার্চ_১৯৭১_সালে
ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়.?
২১_নভেম্বর_১৯৭১_সালে
মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত হয় যশোর
জেলা.?
৭_ডিসেম্বর_১৯৭১_সালে
বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে.?
১৬_ডিসেম্বর_১৯৭১
অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয়.?
১৫_আগস্ট_১৯৭১_সালে
::::::::→::::::::::::::→:::::::::
❁ বসন্ত — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ
করেন
কাজী নজরুল ইসলামকে।
❁ তাসের দেশ — রবীন্দ্রনাথ ঠাকুর
উৎসর্গ
করেন নেতাজি সুভাষ চন্দ্রকে।
❁ কালের যাত্রা — রবীন্দ্রনাথ ঠাকুর
উৎসর্গ
করেন শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।
❁ চার অধ্যায় — রবীন্দ্রনাথ ঠাকুর
উৎসর্গ
করেন কারাবন্দীদের।
❁ সঞ্চিতা — কাজী নজরুল ইসলাম
উৎসর্গ
করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।
❁ ছায়ানট — কাজী নজরুল ইসলাম উৎসর্গ
করেন
মুজাফফর আহম্মদকে।
❁ অগ্নিবীণা — কাজী নজরুল ইসলাম
উৎসর্গ
করেন বারীন ঘোষকে।
❁ চিত্তনামা — কাজী নজরুল ইসলাম
উৎসর্গ
করেন বাসন্তী দেবীকে।
❁ সর্বহারা — কাজী নজরুল ইসলাম
উৎসর্গ
করেন বিরজা সুন্দরীকে।
❁ সন্ধ্যা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ
করেন
মাদারীপুরের শান্তি সেনা ও বীর
সেনাদের

Comments

Popular posts from this blog

নবম ও দশম শ্রেণি বীজ গণিত

বর্গের অন্তর

###২৪৫ টি বাগধারা, ###