ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা


গ্রেট রেড পট =জুপিটার বা বৃহস্পতি গ্রহের এক
ধরনের সাইক্লোন।
ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্দেশক সর্বশেষ সংকেত
=১০ নং বিপদ সংকেত।
সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত =১১ টি,নদী
বন্দরের জন্য -৪ টি।
সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু করা হয়
=২০০৪ সালে।
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গঠিত
হয়=১৯৯৩ সালে।
হ্যালির ধূমকেতু দেখা যায় =৭৬ বছর পর পর।
সর্বশেষ দেখা যায় ১৯৮৬ সালে,আবার দেখা যাবে
২০৬২ সালে।
আকাশে উজ্জ্বলতম নক্ষত্র =লুব্ধক।দ্বিতীয়টি
ক্যানোপাস।
প্রথম কৃত্রিম উপগ্রহের নাম =স্পুটনিক -১।
ভূ-স্থির উপগ্রহ ব্যবহৃত হয়= সংবাদ খেলাধুলা ও বিভিন্ন
অনুষ্ঠান রিলে করতে।
শুক্রগ্রহের অপর নাম =শুকতারা ও সন্ধ্যাতারা। (জমজ
গ্রহ বলা হয়)
লাল গ্রহ বলা হয় =মঙ্গল গ্রহকে।(উপগ্রহ দুটি
ফোবস ও ডিমোস)
মহাশূন্যে প্রথম যাত্রার প্রথম পদক্ষেপ শুরু
হয়=১৯৫৭ সালের ৪ অক্টোবরে।মহাশূন্যে
পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহের নাম
=স্কোর।
বায়ুতে কার্বন -ডাই-অক্সাইডের পরিমাণ =০.০৩%।
পার্ল আব অ্যান্টিলিজি নামে পরিচিত = কিউবা।
পৃথিবীর বৃহত্তম তেল শোধানাগার =ইরানের
আবাদান শহরে।
এশিয়ার বৃহত্তম মরুভূমি =গোবি।(অবস্থান -
মঙ্গোলিয়া, চীন।প্রকৃতি :শীতল)
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত =টোকিও শহরে।
বাংলাদেশের যে অঞ্চল বেশি খরাপ্রবণ=উত্তর-
পশ্চিম অঞ্চল।
গাবখান চ্যানেল =ঝালোকাঠী জেলায় অবস্থিত।
বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র =(৪টি
ঢাকা,চট্টগ্রাম, সিলেট,রংপুর) কৃষি আবহাওয়া পূর্বাভাস
কেন্দ্র -১২ টি,আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক
কেন্দ্র-২ টি।
/

Comments

  1. Casinos In Connecticut - JT Hub
    The state's only gambling and entertainment destination offers the 경산 출장안마 best 경산 출장안마 gaming, dining, nightlife, restaurants, and 의왕 출장마사지 more. Casinos In 포천 출장마사지 Connecticut 용인 출장마사지 - JT Hub offers

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নবম ও দশম শ্রেণি বীজ গণিত

বর্গের অন্তর

###২৪৫ টি বাগধারা, ###